লোহাগাড়ার সাংবাদিক ও গুনীজনদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক,লোহাগাড়াঃ সম্প্রীতির লোহাগাড়া গড়ার প্রত্যয়ে “আলোকিত বাংলাদেশ”র উদ্যোগে লোহাগাড়ার সাংবাদিক ও গুনীজনদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ মার্চ বিকেলে উপজেলা সদরে মাশাবি রেস্টোরেন্টে হলরুমে আয়োজিত ইফতার ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাসান।

আলোকিত বাংলাদেশ’র চেয়ারম্যান নুর মুহাম্মদ’র সভাপতিত্বে ইফতার ও মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা আছাদুল্লাহ ইসলামাবাদী।

সৃজন সাকিবের সঞ্চালনায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজি মাওলানা নুরুল আলম চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান,আনোয়ার হোসাইন মিজবাহ, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী,সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মুসলিম উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দক্ষিণ জেলা সংগঠক তামিম মির্জা, জহির উদ্দিনসহ লোহাগাড়া প্রেস ক্লাবের সকল সদস্য ও অন্যন্যরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা আছাদুল্লাহ ইসলামাবাদী।

0Shares

নিউজ খুজুন