লেখাপড়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মনুষ্যত্য অর্জন করতে না পারলে সত্যিকারের আলোকিত মানুষ হওয়া যায় না : সিটি মেয়র

লেখাপড়ার পাশাপাশি মানবিকতা, নৈতিক মূল্যবোধ ও মনুষ্যত্য অর্জন করতে না পারলে সত্যিকারের আলোকিত মানুষ হওয়া যায় না বলে মন্তব্য করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
চসিক জামালখাঁন কুসুমকুমারী স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও এসএসসি’ ২০২৩ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই স্বাধীনতার মাস এই মাসটি দুটি কারণে গুরুত্বপূর্ণ। এ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন আবার এ মাসেই বঙ্গবন্ধুর শুভ জন্মদিন। মেয়র বলেন, স্বাধীনতা কারো দয়ায় বা হুইসেলে আসেনি, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা এ দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছি। এক সময় মেয়েরা শিক্ষা দিক্ষায় অনেক পিছিয়েছিল বঙ্গবন্ধু দেশে স্বাধীন করায় মেয়েরা এখন শিক্ষিত হয়ে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। তিনি ছাত্রীদের বাঙ্গালীর ইতিহাস, ঐতিহ্যে, শিক্ষিত হয়ে দেশ গঠনে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান।
চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা, স্কুল পরিচালনা কমিটির সদস্য সাবেক প্রধান শিক্ষক সুধীর কুমার রায়। এতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষিকা চম্পা মজুমদার, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে লাবিবা নুর এবং মানপত্র পাঠ করেন দশম শ্রেণীর ছাত্রী তুষিতা বড়–য়া।
মেয়র এস.এস.সি পরিক্ষার্থীদের শুভকামনা জানিয় বলেন, শিক্ষার্থীদের ফলাফলের উপর শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম নির্ভর করে তাই বিদ্যালয়ের সুনাম রক্ষার্থে তোমাদের কঠোর অধ্যবসায় করতে হবে। তিনি বলেন, মানুষ যদি বিবেক দ্বারা পরিচালিত হয়, তাহলে তার পক্ষে অসত্য ও অসুন্দর কোন কাজ করা সম্ভব নয়। এ প্রসঙ্গে তিনি শিক্ষার্থীদের বলেন, বিশ্ব মানের নাগরিক হওয়ার মানসিকতা ধারণ করে জীবনকে গড়ে তুলতে হবে। কর্মক্ষেত্রে দেশের স্বার্থেকে বিবেচনায় রেখেই দায়িত্ব পালন করে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে নিজেকে শপে দিতে হবে। সর্বক্ষেত্রে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিহার করে ইতিবাচক চিন্তা-চেতনায় পরিচালিত হয়ে অর্জিত জ্ঞান ও দক্ষতার আলোকে মানুষের কল্যানে কাজ করতে হবে।
মেয়র আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে শিক্ষা দীক্ষাসহ বিভিন্ন জায়গায় তাদের সুযোগ করে দিয়েছেন। নারীরা যত শিক্ষিত হবে দেশ ও জাতি তত উন্নত হবে। জাতি সচেতন ও শিক্ষিত হলে স্বাধীনতা অর্জনের সুফলও মানুষ ভোগ করবে।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এ ছাড়াও অনুষ্ঠানে মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট প্রদান করা হয়। পরে মেয়র ও অতিথিবৃন্দ বিদ্যালয়ের বার্ষিক ম্যাগাজিন পদক্ষেপের মোড়ক উম্মোচন করেন।

0Shares

নিউজ খুজুন