লিঙ্গ বৈষম্য নিরসনে বৈশ্বিক সহায়তা ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ লিঙ্গ বৈষম্য নিরসনে বৈশ্বিক সহায়তা ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। তিনি বেইজিং ঘোষণা ও প্ল্যাটফর্ম ফর অ্যাকশন বাস্তবায়ন ত্বরান্বিত করতে বিশ্বব্যাপী সহযোগিতা বৃদ্ধি, শক্তিশালী অংশীদারিত্ব, বিনিয়োগ বৃদ্ধি এবং নারী ও কন্যাশিশুদের পিছিয়ে না রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।

উপদেষ্টা গতকাল নিউইয়র্কে কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন (CSW69)-এর ঊনবিংশতম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিবৃতি দেওয়ার সময় এই আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বৈষম্য দূর করতে বেইজিং ঘোষণা এবং কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি রূপান্তরমূলক সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে। নারীর বিরুদ্ধে সহিংসতা দূরীকরণকে নারীর ক্ষমতায়নের মূল শর্ত হিসেবে বিবেচনা করে সরকার প্রথমবারের মতো ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ প্রতিষ্ঠা করেছে । অন্তর্বর্তী সরকার দেশের প্রান্তিক পর্যায়ে নারী ও শিশু নির্যাতন ঘটার ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণের জন্য কুইক রেসপন্স টিম চালু করেছে। ঐতিহাসিকভাবে আত্মমুক্তি, গণতন্ত্র এবং সামাজিক ন্যায়বিচারের জন্য প্রতিটি জাতীয় সংগ্রামের অগ্রভাগে থেকেছে নারীরা। এছাড়া, ২০২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানের অগ্রভাগেও ফ্যাসিবাদ এবং অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহে তরুণ বিপ্লবীদের মধ্যে ৬৫ শতাংশই ছিল নারী। তিনি আরো বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার জাতিকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার দায়িত্ব নেয় যা বাংলাদেশের লিঙ্গভিত্তিক কাঠামোর আমূল পরিবর্তন ঘটায়।

উপদেষ্টা জাতিসংঘের নারী অধিকার সনদের (সিইডিএ ডব্লিউও) ১৩(এ), ১৬.১(এফ), এবং ১৬.১(সি) অনুচ্ছেদ থেকে বাংলাদেশের সংরক্ষণ (রিজার্ভেশন) প্রত্যাহারের গুরুত্ব তুলে ধরেন।

সিএসডব্লিউ৬৯ অধিবেশনের অংশ হিসেবে উপদেষ্টা ‘নারী ও কন্যাশিশুদের ক্ষমতায়ন ও লিঙ্গসমতার জন্য জাতীয় কাঠামো: বেইজিং কর্মপরিকল্পনা পুনরায় প্রতিশ্রুতি, অর্থায়ন ও বাস্তবায়ন ত্বরান্বিতকরণ’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নেন এবং বাংলাদেশের অভিজ্ঞতা ও উত্তম চর্চাগুলো তুলে ধরেন।

CSW69-এর সাইডলাইনে উপদেষ্টা চীন, সুইডেন, মেক্সিকো এবং ফিনল্যান্ডের মন্ত্রীদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং নারীর উন্নয়ন, লিঙ্গ সমতা, নারী ও শিশুদের প্রতি সহিংসতা মোকাবিলার প্রচেষ্টা এবং বাংলাদেশে সামাজিক ব্যবসা হিসেবে ‘কেয়ার ইকোনোমি’র উন্নয়নে সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, উপদেষ্টা শারমীন এস মুরশিদ ১০ থেকে ২১ মার্চ ২০২৫ পর্যন্ত কমিশনের স্ট্যাটাস অব উইমেনের ৬৯তম অধিবেশনে যোগ দিতে এবং লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষায় বিনিয়োগ, সামাজিক সুরক্ষা এবং বহু অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে বিশ্বব্যাংকের সাথে যুক্ত হওয়ার জন্য নিউইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে সরকারি সফরে রয়েছেন।

0Shares

নিউজ খুজুন