লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশী’র ক্লাব ও বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে জুবলী রোডস্থ পেড্রোলো প্লাজায়। প্রধান অতিথি ছিলেন লায়ন্স ডিষ্ট্রিক্ট ৩১৫ বি৪ বাংলাদেশ গর্ভনর (ইলেক্ট) লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন পিডি জিলায়ন নাদের খান এমজেএফ, পিএইচএফ। ক্লাব প্রেসিডেন্ট লায়ন আরশাদুর রহমান এরশাদ এর সভাপতিত্বে সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন ক্লাব সেক্রেটারী লায়ন আরিফ সাজ্জাদ চৌধুরী।
উক্ত মিটিংয়ে লায়ন্স ডিষ্ট্রিক্ট ৩১৫ বি৪ বাংলাদেশ গর্ভনর (ইলেক্ট) লায়ন মহিউদ্দিন চৌধুরী, লায়ন্স ডিষ্ট্রিক্ট ৩১৫ বি৪ বাংলাদেশ কেবিনেট সেক্রেটারী (মনোনীত) লায়ন আবু বক্কর সিদ্দিকী, জয়েন্ট কেবিনেট সেক্রেটারী (মনোনীত) ইপিপি লায়ন ইউসুফ চৌধুরীএমজেএফ, লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশী’র প্রেসিডেন্ট (ইলেক্ট) লায়ন মোঃ আবুল হাসেম, লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশী’র সেক্রেটারী লায়ন আরিফ সাজ্জাদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে ক্লাব থেকে অর্ভ্যথনা জানানো হয়।
উপস্থিত ছিলেন আরসি কনসান লায়ন তারেক কামাল, সিনিয়র গর্ভনর এডভাইজার লায়ন নজরুল ইসলাম, সিনিয়র গর্ভনর এডভাইজার হাসিনা খানএমজেএফ, আরসি লায়ন আরজু খান এমজেএফ, আরসি লায়ন ইসমত আরা বেগম, সহ অন্যান্য সদস্যবৃন্দ।