লামার গণমাধ্যমকর্মী ও অংশীজনদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

লামা প্রতিনিধি : আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত উপজেলা প্রশাসন ও তথ্য অফিস, লামা এর সহযোগিতায় অনুষ্ঠিত “গুজব প্রতিরোধ ও উন্নয়ন সংবাদ পরিবেশনে গণমাধ্যমের ভূমিকা এবং সুশাসন, অভিযোগ প্রতিকার ও সেবা প্রদান ও তথ্য অধিকার আইন ২০০৯ ” বিষয়ে গণমাধ্যমকর্মী ও অংশীজনদের সাথে মতবিনিময় সভা মঙ্গলবার লামা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে লামা উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল এবং সভাপতি হিসেবে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোস্তফা জাবেদ কায়সার উপস্থিত ছিলেন।
আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি, চট্টগ্রামের তথ্য অফিসার মারুফা রহমান ঈমা এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল বলেন, গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিশ্বাস করে না, তারাই গুজব ছড়িয়ে দেশকে অস্হিতিশীল করতে চায়। তাই তথ্য যাচাই বাছাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন সংবাদ প্রকাশ বা পোস্ট না করাই শ্রেয়।
তিনি বলেন, সরকার সংবাদকর্মীদের উন্নয়নে সবসময় কাজ করে যাচ্ছেন। তথ্য মন্ত্রনালয় এবং সংবাদকর্মীরা পরস্পরের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে পার্বত্য অঞ্চলে শান্তি চুক্তির মাধ্যমে শান্তি ফিরে এসেছে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার বলেন গুঁজব প্রতিরোধে সবচেয়ে বড় ভূমিকা রাখে মূলধারার গণমাধ্যম যেমন- টেলিভিশন, পত্রিকা কিংবা অনলাইন নিউজ পোর্টাল। গুজব রোধে সচেতনতার পাশাপাশি মূলধারার গণমাধ্যমকে সঠিক তথ্য উপস্থাপনের বিষয়ে গুরুত্বরোপ করেন ইউএনও। তিনি আরও বলেন বর্তমানে তথ্য হচ্ছে শক্তির উৎস। সকলকে তথ্য অধিকার আইন (আরটিআই) ও সিটিজেন চার্টার এবং সংশ্লিষ্ট অফিসের অফিসপ্রধানের মতামত ও বক্তব্য জেনে তথ্য প্রকাশ করার প্রতি আহ্বান জানান মোস্তফা জাবেদ কায়সার।
বিশেষ অতিথি হিসেবে উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর বলেন, সাংবাদিকরা হলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। গুজব প্রতিরোধে সকলের সচেতনতা এবং উন্নয়ন সাংবাদিকতার উপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন সময়ের পরিবর্তনের সাথে সাথে সংবাদ যুগোপযোগী হতে হবে। গুজব পরিহার করে সঠিক তথ্য সঠিকভাবে উপস্থাপনের বিষয়ে তিনি গুরুত্বরোপ করেন।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম পিআইডির সিনিয়র তথ্য অফিসার মোঃ আজিজুল হক নিউটন। এ সময় তিনি বলেন, গুজব মানেই কিছু সত্য ও মিথ্যার সংমিশ্রন। গুঁজব প্রতিরোধে সকলকে সচেনতার সাথে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন লামা উপজেলা সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ।
মতবিনিময় সভায় লামা সদর, রূপসী পাড়া, গজালিয়া, সরই, আজিজনগর, ফাসিয়াখালী, এবং ফাইতং উপজেলার গণমাধ্যমকর্মী, সরকারি কর্মকর্তা, শিক্ষকসহ সর্বমোট ৪০ জন অংশ নেন।

0Shares

নিউজ খুজুন