র্যাংকন গ্রুপের রিটেইল ইলেকট্রনিকস প্রতিষ্ঠান র্যাংগস ইমার্ট নতুন করে আত্মপ্রকাশ করলো। এই উপলক্ষে চট্টগ্রাম সিটি ৬টি শোরুম এর সকল কর্মকর্তাকে নিয়ে এক মোটরসাইকেল শোভাযাত্রার অনুষ্ঠিত। আজ ৭ জানুয়ারি উক্ত শোভাযাত্রা চট্টগ্রাম নগরীর বিভিন্ন পয়েন্টে সম্মানিত কাষ্টমার র্যাংগ ইমার্ট সম্পর্কে অবগত করেন এবং একইসাথে সারাদেশে র্যাংগস ইমার্ট এর ৩৫টি শোরুম এই নামে নামকরণ করা হয়েছে।
নতুন নামে আত্মপ্রকাশের ঘোষণা এর মোটরসাইকেল শোভা যাত্রার নেতৃত্ব দিয়েছেন র্যাংগস ইমার্টের আর এস এম মোঃ মহসিন উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটির সকল শোরুম এর কর্মকর্তা বৃন্দ।
মহসিন উদ্দিন চৌধুরীর মোটরসাইকেল শোভা যাত্রায় বলেন, নতুন এই যাত্রায় আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আউটলেটে উন্নত পরিবেশ সৃষ্টির মাধ্যমে ক্রেতাকে ভালোমানের প্রোডাক্ট দেওয়া এবং সর্বোত্তম পরিসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
উল্লেখ্য, র্যাংগস ইমার্ট “স্যামসাং, হিটাচি, তোশিবা, প্যানাসনিক, হাইসেন্স, তোশিন”-সহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের ইলেকট্রনিকস সামগ্রীর ডিস্ট্রিবিউটর হিসেবে দেশব্যাপি কাজ করে যাচ্ছ।