রোটারেক্ট ক্লাব অব চিটাগং মেরিন সিটির ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে রোটারেক্ট ক্লাব অব চিটাগং মেরিন সিটির উদ্যোগে পাহাড়তলী রেলগেইট অবস্থিত বাইতুল হুদা মাদ্রাসা ও এতিমখানায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পবিত্র কুরআন মজিদ, ইফতার ও সেহেরি সামগ্রী বিতরন করা হয়।
রোটারেক্ট ক্লাব অব চিটাগং মেরিন সিটি’র সভাপতি রোটার‌্যাক্টর শারমিন আক্তার ইমুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ক্লাব সচিব রিফাত হাসান হৃদয়, সহ. সচিব তারেকুল ইসলাম, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর মেহেরুন নেসা আলিফ, এডিটর সারফারাজ খান রিদয়, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর নুসরাত জাহান মীম, চীফ সার্জেন্ট মোঃ আরিফ, ক্লাব সদস্য সুমাইয়া আক্তার সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সভাপতি শারমিন আক্তার ইমু বলেন “মানুষের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব, আর তাছাড়া রোটার‌্যাক্ট ক্লাব অব চিটাগং মেরিন সিটি সব সময় সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে ইনশা আল্লাহ এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা সবাই সাধ্যমত মানুষের পাশে দাড়ানোর চেস্টা করি তাহলে সমাজের চিত্র পালটে যাবে।”

0Shares

নিউজ খুজুন