রোজাদারদের পাশে এ্যাড ভিশন বাংলাদেশ ও মিল্টন ডেকোরেটার্স

নিজস্ব প্রতিবেদক :  পবিত্র রমজান মাস উপলক্ষে আজ ৩ মার্চ রমজানের দ্বিতীয় দিনেও পঙ্গু, শারীরিকভাবে অক্ষম, সুবিধাবঞ্চিত, রিকশাচালক ও দিনমজুর রোজাদারদের মাঝে ইফতার করে এ্যাড ভিশন বাংলাদেশ ও মিল্টন ডেকোরেটার্স। চট্টগ্রাম নগরীর চট্টেশ্বরী রোড সংলগ্ন স্থাপিত বিতরণ বুথ থেকে এবং মেহেদীবাগ সড়ক সংলগ্ন সহ আশে পাশের এলাকায় ইফতার বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন এ্যাড ভিশন বাংলাদেশের চেয়ারম্যান ও দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সহ সম্পাদক, চট্টগ্রাম মহানগর দোকান মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম ডেকোরেশন মালিক সমিতির সাধারণ সম্পাদক, মানবাধিকার নেতা সাজেদুল আলম চৌধুরী মিল্টন,  বিশিষ্ট ব্যবসায়ী ও বীমা ব্যক্তিত্ব শেখ মোঃ অহিদুল আলম চৌধুরী লিটন. বাংলাদেশ ওয়েলফয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: নাজিম উদ্দীন এলেন, দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরী সহ সংগঠনের কর্মকর্তাবৃন্দ।

বিতরণকালে সাজেদুল আলম চৌধুরী মিল্টন বলেন, পবিত্র মাহে রমজান মাস আমাদের সিয়াম সাধনা ও সংযমের মাস।  নিজেকে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটানো এবং সকল শ্রেনী পেশার মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখ দুঃখ ভাগ করে নেয়ার প্রয়াস হিসেবে আমরা প্রতিদিন ইফতার বিতরণ চলমান রেখেছি।

0Shares

নিউজ খুজুন