রেলপথ উন্নয়ন প্রকল্পে প্রায় ৪৪  কোটি টাকার অনুদান সহায়তা দিবে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশ সরকার এবং দক্ষিণ কোরিয়ার The Ministry of Land, Infrastructure and Transport-4 ‘Improvement Project of Rolling Stock Management & Maintenance in Bangladesh’ Record of Discussion (RoD) এবং Terms of Reference (ToR) স্বাক্ষর হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য দক্ষিণ  কোরিয়ার The Ministry of Land, Infrastructure and Transport অনুদান সহায়তা বাবদ ৩ দশমিক ৬৯ মিলিয়ন মার্কিন ডলার (আনুমানিক ৪৪ কোটি ৩০ লাখ টাকা) প্রদান করবে। প্রকল্পটি রেলপথ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বাস্তবায়িত হবে।

বাংলাদেশ সরকারের পক্ষে মিরানা মাহরুখ, অতিরিক্ত সচিব ও অনুবিভাগ প্রধান (এশিয়া, জেইসি এবং এফএন্ডএফ), অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে Nam Young-woo, Assistant Minister for Infrastructure Affairs, Ministry of Land, Infrastructure and Transport যৌথভাবে প্রকল্পের RoD এবং ToR স্বাক্ষর করেন।

প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো কোরিয়া এক্সিম ব্যাংকের ইডিসিএফ অর্থায়নে বাংলাদেশ রেলওয়েতে ইতিপূর্বে সংগৃহিত লোকোমোটিভসমূহের টেকসই রক্ষনাবেক্ষণের জন্য পরামর্শক সেবা প্রদান, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ এবং প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি করা।

0Shares

নিউজ খুজুন