রেলওয়ে পাবলিক হাই স্কুলের দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযাগিতা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৯ ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আশরাফ উদ্দিন শাহীন’র সভাপতিত্বে দুইদিন ব্যাপী অনুষ্ঠানের ৮ ফেব্রুয়ারি সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিউল আলম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আবুল হাসান, মো. নাহিদ মুরাদ মুন্না ও নাসিমা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠানের ২য় দিন ৯ ফেব্রুয়ারি বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দীন ও বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর আন্জুমান আরা। অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীর মাঝে সনদ এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
দুইদিনের অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান নতুন শিক্ষাক্রমের মাধ্যমে যুগোপযোগী ও জীবন দক্ষতাভিত্তিক ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে জ্ঞান অর্জন করবে এবং সে সাথে তথ্য-প্রযুক্তি ও ভাষাগত দক্ষতা অর্জনের মাধ্যমে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে সক্ষম হবে। বক্তারা আরো বলেন, কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তবমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শে সোনার বাংলা গড়ে তুলতে সক্ষম হবে।