আত্ন মানবতার সেবায় নিয়োজিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। যে কোন দুর্যোগে মানবতার কল্যাণে সবার আগে ঝাঁপিয়ে পড়ে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা।দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ে মানুষের চাহিদা বিবেচনায় যথাযথ জরিপের ভিত্তিতে কোন রকম আর্থিক লেনদেন ছাড়া ত্রাণ বিতরণ ও বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়।
কিন্তু সম্প্রতি বিভিন্ন উপজেলা থেকে রেড ক্রিসেন্ট সোসাইটির নাম ব্যবহার করে ত্রাণ দেওয়ার নাম করে অর্থ গ্রহণের বিভিন্ন সংবাদ দৃষ্টিগোছর হওয়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ মিডিয়ায় একটি বিবৃতি প্রদানের মাধ্যমে জানান রেড ক্রিসেন্টের নাম ব্যবহার করে কেউ আর্থিক লেনদেন করতে বললে অথবা কোন রকম প্রলোভন দেখালে, তাথেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে এবং সর্তক হয়ে সচেতনতা গড়ে তুলতে হবে।
এরকম প্রতারকদের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে অন্যদেরকেও প্রতারণার হাত থেকে রক্ষার করার জন্য আহবান জানান।