বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার, এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম ক্লাব লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস ছালাম এর মাতা আনোয়ারা বেগম আর নেই। গত ২৬ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।
আজ ২৭ ডিসেম্বর বাদ জোহর তার নামাজে জানাজা জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হয় এবং চৈতন্য গল্লি কবরস্থানে দাফন করা হয়।
আনোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও সকল কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম জেলা ও সিটি রেড ক্রিসেন্ট ইউনিট, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম, দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরী, এশিয়ান গ্রুপের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক নেতৃবৃন্দ।
তারা সকলেই মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান।