রিয়াজুদ্দিন বাজারে জেলা প্রশাসনের অভিযান অর্থদন্ড ৩৮ হাজার টাকা

আজ শনিবার আসন্ন মাহে রমজানে দ্রব্যমূল সহনশীল পর্যায়ে রাখতে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্সের উদ্যোগে নগরীর রিয়াজুদ্দিন বাজার এলাকায় ব্যাপক অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে খোলা বিভিন্ন মুদি দোকান, দৈনন্দিন কাঁচা বাজার এর দোকান, ফলের দোকান, মুরগীর ডিম মাংসের দোকানে মূল্য তালিকা না থাকা ও পণ্যের অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগে ৪টি মামলায় ৩৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়। একইসাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহের বিক্রয়ের দোকানসমূহে বিশেষভাবে নজরদারি করা হয় এবং মজুদদারির বিষয়ে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মাসুমা আক্তার কণা ,সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাকলিয়া সার্কেল।
এসময় ভোক্তা অধিকার ও বাজার মনিটরিং কমিটির সদস্য জনাব মো. নাসির উদ্দিন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
0Shares

নিউজ খুজুন