রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শেষমেশ রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বিশেষ করে এবারের নির্বাচনে ৭টি দোদুল্যমান বা রণক্ষেত্র হিসেবে পরিচিত রাজ্যগুলোর ভোটারদের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়ী হতে চলা রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার পাম বিচ কনভেনশন সেন্টারে জনগণের উদ্দেশ্যে এসব কথা বলেন। ট্রাম্প এখন পর্যন্ত পেয়েছেন ২৭৭ ইলেক্টোরাল ভোট। অন্যদিকে, কমলা পেয়েছেন ২২৬ ইলেক্টোরাল ভোট।

ট্রাম্প বলেন, ‘প্রতিটা শহরে আমি আপনাদের জন্য লড়াই করব। এটি হবে যুক্তরাষ্ট্রের স্বর্ণসুযোগ তৈরির সুযোগ। বিজয় ঘোষণা করে সবাইকে ধন্যবাদ দিয়ে ভাষণ শুরু করেন ট্রাম্প।

0Shares

নিউজ খুজুন