রাজনীতিক স্বপন সেন আর নেই

নিজস্ব প্রতিবদেক : চট্টগ্রামের বর্ষীয়ান রাজনীতিবিদ স্বপন সেন গত ৯ অক্টোবর রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

চট্টগ্রামের পটিয়া উপজেলা ধলঘাট গ্রামের কৃতি সন্তান তিনি। দেওয়ানবাজারস্হ ঈশ্বর নন্দী লেইনে তার বেড়ে ওঠা।

বর্ষীয়ান রাজনীতিবিদ স্বপন সেনের মরদেহের চেরাগি এলাকায় নিয়ে গেলে সামাজিক, সাংস্কৃতিক ও বামপন্থী রাজনৈতিক দল সহ সর্বস্তরের জনসাধারণ শ্রদ্ধা জানান। পরে  বলুয়ারদীঘি মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরী সহ পত্রিকা পরিবার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শোক বার্তায় সম্পাদক জানান, তিনি ব্যক্তিগত জীবনে খুবই সদালাপী ও পরোপকারী ছিলেন। প্রয়াতের আত্মার শান্তি কামনা করা হয়। পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান ।

0Shares

নিউজ খুজুন