রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যাপক বিশ্বজিৎ রায় চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক

জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা-২০২৪ উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক (কলেজ পর্যায়ে) নির্বাচিত হয়েছেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বিভাগীয় প্রধান অধ্যাপক বিশ^জিৎ রায় চৌধুরী। গত ২৯ মে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান মেহেবুব ও সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুর রহমান-এর স্বাক্ষরে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের তালিকা প্রকাশ করা হয়। বিশ^জিৎ রায় চৌধুরী শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) কর্তৃক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত মাস্টার ট্রেইনার ও তালিকাভুক্ত কী-ট্রেইনার। তিনি বহু বছর যাবৎ চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রধান পরীক্ষক, উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র প্রণেতা, মডারেটর, পুনঃনিরীক্ষক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের টিউটর ও এইচএসসি প্রোগ্রামের চূড়ান্ত পরীক্ষার প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অনেকগুলো পাঠ্যপুস্তক রচনা করেছেন। সমকালীন বিভিন্ন বিষয়ে পত্র-পত্রিকায় নিবন্ধ লেখেন। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকা-ের সাথে জড়িত। কবিতা আবৃত্তি, বিতর্ক, উপস্থাপনা, অনুষ্ঠান পরিচালনা, নাট্য আন্দোলনে, মানবাধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের তালিকাভুক্ত নান্দনিক নাট্য সম্প্রদায়ের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে উইলিয়াম শেক্সপিয়ার-এর ‘হ্যামলেট’, রবীন্দ্রনাথঠাকুরের ‘শাস্তি’, আন্তন চেখভ-এর ‘গিরগিটি’, প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর ১ম মঞ্চ নাটক ‘নৃপতি’সহ বহু নাটকে অভিনয় করেন। তিনি সরকারি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে বিএড শ্রেণিতে অধ্যয়নের সময় ছাত্র সংসদ নির্বাচনে সাংস্কৃতিক সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হন এবং বার্ষিক নাটক ‘শাহাজান’-এ অন্যতম মূল চরিত্রে অভিনয় করেন। তিনি ঢাকাস্থ সুরের আলো সঙ্গীত একাডেমী, সুরাকাশ শিল্পী গোষ্ঠী’র সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকা-ে নিজেকে সম্পৃক্ত রাখেন। তিনি বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ (বাশকশিপ) চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইতোপূর্বে বাংলাদেশ কলেজ-বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) চট্টগ্রাম জেলা কমিটির সদস্য ও রাঙ্গুনিয়া উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর চট্টগ্রাম শিক্ষা উন্নয়ন পরিষদের যুগ্ম-সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাঁর এ অর্জনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়।

0Shares

নিউজ খুজুন