রাউজানে দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত

রাউজান প্রতিনিধি : আবারো রাউজানে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এক যুবক। রাউজানের পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের রশিদের পাড়া এলাকায় মো. আলমগীর নামে এই যুবক  তার বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় অজ্ঞাত এক সিএনজি থেকে গুলিতে নিহত হয়েছে।

পুলিশের সূত্রে জানা যায়, আলমগীর নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।  পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

 

এদিকে এলাকাবাসীর ভাষ্য ও এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দের দাবি. নিহত মোঃ আলমগীর রাউজানের বিএনপি যুবদলের কর্মী হিসেবে দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন।

0Shares

নিউজ খুজুন