রমজান মাসে পানি সরবরাহের অভিযোগ গ্রহণের জন্য ওয়াসার কন্ট্রোল রুম স্থাপন

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাসে চট্টগ্রাম মহানগরীতে পানি সরবরাহ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখা এবং গ্রাহকদের নিকট হতে প্রাপ্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসায় ৪টি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুম সমূহ হল মড-১ আগ্রাবাদ ফোন নং-০২৩৩৩৩২৫২৫২, মড -২ মেহেদীবাগ ফোন নং-০২৩৩৩৩৬৭৯৭৩ মড -৩, কালুরঘাট বুষ্টার ফোন নং-০২৪১৩৮৮০০৬, মড -৪ জুবিলী রোড ফোন নং-০২৩৩৩৩৫৬৭৬৮.
পবিত্র রমজান মাসে সম্মানিত গ্রাহক গনের পানি সরবরাহ সংক্রান্ত কোন অভিযোগ থাকলে কন্ট্রোল রুম সমূহের সাথে যোগাযোগ করতে এবং পবিত্র রমজানমাসে পানির অপচয় করা ও অবৈধ সংযোগের মাধ্যমে পানি ব্যবহার হতে বিরত থেকে সুষ্ঠু পানি সরবরাহে সহযোগিতা করার অনুরোধ জানায় ওয়াসা কৃর্তপক্ষ।

0Shares

নিউজ খুজুন