সাতকানিয়া প্রতিনিধি : আজ ২৮ মার্চ সাতকানিয়া উপজেলার বারদোনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী লোহাগাড়ার ও সাতকানিয়া উপজেলার ৬ হাজার পরিবারের মধ্যে মাঝে সাতকানিয়ার নিজবাড়িতে ইফতার সামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ছোলা, ডাল, পিঁয়াজ, লবণ, আলু ও তেল।
বিতরণকালে আমিনুল ইসলাম আমিন বলেন, আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। যেকোনো দুর্যোগে আওয়ামী লীগের নেতাকর্মীরাই জনগণের পাশে দাঁড়ায প্রতিবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হতো। কিন্তু এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন- ইফতার পার্টি না করে সেই অর্থ গরিব-দুঃখী ও অসহায় মানুষের মাঝে বিতরণের। সেই নির্দেশনা অনুযায়ী আমার এই ক্ষুদ্র প্রয়াস। বিএনপি জনগণের কল্যাণে কোনো কিছু না করে নিজেরা কীভাবে ক্ষমতায় গিয়ে লুটপাট করবে সেই চিন্তায় মগ্ন থাকে। সামনে জাতীয় সংসদ নির্বাচন। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি-জামায়াত যেন জনগণকে বিভ্রান্ত করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে- ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না।
লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা এড.প্রদীপ কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আহমেদ মিয়া, মাস্টার ফারুক আহমেদ, মুজিবুর রহমান, মোহাম্মদ মিয়া ফারুক, নাজিম উদ্দিন ও তৈয়বুল হক বেদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।