রমজানে ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখে : মিল্টন

নিজস্ব প্রতিবেদক :  পবিত্র রমজান মাস উপলক্ষে আজ ২ মার্চ এ্যাড ভিশন বাংলাদেশের আয়োজনে মিল্টন ডেকোরেটার্সের সৌজন্যে সুবিধাবঞ্চিত, রিকশাচালক ও দিনমজুর রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। চট্টগ্রাম নগরীর চট্টেশ্বরী রোড সংলগ্ন কাজীর ঢেউরি, মেহেদীবাগ সড়ক সংলগ্ন সহ আশে পাশের এলাকায় ইফতার বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন এ্যাড ভিশন বাংলাদেশের চেয়ারম্যান ও দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সহ সম্পাদক, চট্টগ্রাম মহানগর দোকান মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম ডেকোরেশন মালিক সমিতির সাধারণ সম্পাদক, মানবাধিকার নেতা সাজেদুল আলম চৌধুরী মিল্টন, এ্যাড ভিশন বাংলাদেশের মহাসচিব মো মাসুদ রানা

বিশিষ্ট ব্যবসায়ী ও বীমা ব্যক্তিত্ব শেখ মোঃ অহিদুল আলম চৌধুরী লিটন. এ্যাড ভিশন বাংলাদেশের যুগ্ম মহাসচিব সাংবাদিক স ম জিয়া, চকবাজারের বিশিষ্ট সমাজ সেবক মো: নুর হোসেন, বাংলাদেশ ওয়েলফয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: নাজিম উদ্দীন এলেন, দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরী সহ অন্যান্য গণামান্য ব্যক্তিবর্গ।

বিতরণকালে সাজেদুল আলম চৌধুরী মিল্টন বলেন, সিয়াম সাধনা ও সংযমের মাস মাহে রমজান আমাদের মাঝে আত্মসংযমের মাধ্যমেআত্মার পরিশুদ্ধি ঘটে, সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি লাভ ও ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়। রমজানে ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।

0Shares

নিউজ খুজুন