মামুনুর রশিদ মামুন – এবার কুমিল্লায় যৌতুকের জন্য বধুকে হত্যার চেষ্টা করে স্বামী এবং স্বামীর ড়ীর পরিবার। তার কান, মুখ সহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে নির্যাতিতার ভাই জানান, আর কত মায়ের বুক খালি হলে আমাদের টনক নড়ব।আমার বোনকে হত্যা করার চেষ্টা করা হয়। গলায় রশি পেছিয়ে আত্যহত্যা বলে চালিয়ে দিত। যৌতুকের জন্য আর কত জীবন এইভাবে বিষর্জন হবে? সমাজ ও জাতির কাছে প্রশ্ন।
প্রতিবেশীদের সহায়তায় উদ্ধার করে বর্তমান কুমিল্লা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পাঠক সংখ্যাঃ ৯২
0Shares