যুব রেড ক্রিসেন্ট সরকারী সিটি কলেজ ইউনিটের উদ্যোগে আজ ২২ মার্চ নগরীর পশ্চিম মাদারবাড়ির রেলগেইট সংলগ্ন বস্তিতে বসবাসরত পরিবারের মাঝে পানি বাহিত রোগ সম্পর্কে সকলকে সচেতন করা হয়। এবং সকলের সুস্বাস্থ্য নিশ্চিত করনের লক্ষে সবার মাঝে “পানি বিশুদ্ধকরণ ও স্বাস্থ্যকর সামগ্রী” বিতরণ করা হয়।
উক্ত কার্যক্রম পরিচালনা করেন ইউনিটের রক্ত বিষয়ক উপ-দলনেতা প্রিয়ন্ত পাল। এতে আরো উপস্থিত ছিলেন ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য নাঈম হাসসান তাছিন,সিফাত মাহমুদ,মোনা রহমান,ত্রয়ী দে,মোঃ আরিফ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিটের যুব সদস্য ফাহিম, শুভেচ্ছা, বিল্লাহ, অনন্যা, পুষ্পীতা, ইমরান, শাহিন, আসাদ, মৌ, জুই ,রাকিব সহ প্রমূখ।
পাঠক সংখ্যাঃ ৪৯
0Shares