নিউজ চাটগাঁ ডেক্স :২৬ অক্টোবর সরকারি সিটি কলেজের উদ্যোগে ও বাংলাদেশ ছাত্রলীগ ও ছাত্র সংসদ, সরকারি সিটি কলেজ দিবা ও বৈকালিক শাখার সহযোগিতায় এবং যুব রেডক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিট ও সততা সংঘের বাস্তবায়নে ‘সততা স্টোর’ উদ্ভোধন করা হয়। যুব রেডক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিটের দায়িত্ব প্রাপ্ত অধ্যাপক মোহাং হোসাইনুল আবেদীন এর সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ডঃ সুদীপা দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ মেহেদী হাসান অত্র ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক মাহমুদুল হাসান ও অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন মহসিন কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান আহম্মদ সোবহান। কার্যক্রম পরিচালনা করেন ইউনিটের দলনেতা সায়িদ ছিদ্দীক মানিক। এছাড়া ও উপস্থিত ছিলেন কার্যকরী পর্ষদ সদস্য সহকারী দলনেতা -১ তন্ময় বিশ্বাস, সহকারী দলনেতা -২ কাউসার আক্তার মোনা সহ ১৫ জন যুব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।