যুব রেডক্রিসেন্ট সিটি কলেজ ইউনিট মশারী বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ২৭ অক্টোবর যুব রেডক্রিসেন্ট সরকারি কলেজ ইউনিট-এর ¯’ায়ী প্রকল্প ”সেইভলাইফ” এর আওতায় চারিদিকে ডেঙ্গুর প্রকোপ। মানুষের জীবন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ডেঙ্গু প্রতিরোধের অন্যতম উপায়ে মশারী ব্যবহার। এই লক্ষ্যকে সামনে রেখে, মাদার বাড়ী রেলগেট সংলগ্ন বস্তিতে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে মশারী বিতরণ করা হয়। উক্ত কার্যক্রম পরিচালনা করেন ইউনিটের দলনেতা মুহাম্মদ সায়ীদ ছিদ্দিক (মানিক)। এই সময় আরো উপ¯ি’ত ছিলেন ইউনিটের সহকারি দলনেতা -১ তন্ময় বিশ্বাস, সহকারি দল নেতা-২ কাউসার আক্তার মোনা, তহবিল ও সংরক্ষণ বিষয়ক উপ-দল নেতা সিফাত মাহমুদ সাদিয়া তহবিল ও সংরক্ষণ বিষয়ক সহকারি উপ-দলনেতা মোহাম্মদ হাসান, সেবা ও ত্রাণ বিষয়ক উপ-দলনেতা সিদরাত হাফিজ, বন্ধুত্ব ও সাংস্কৃতিক বিষয়ক উপ-দলনেতা ত্রয়ী দে অর্পিতা, প্রচার ও প্রকাশনা, পরিষ্কার –পরি”ছন্নতা ও বাগান তৈরি বিষয়ক উপ-দলনেতা মেহেরুননেসা আলিফ, যুব সদস্য প্রিয়ন্তি দাস, ফেরদৌস আক্তার এবং সুদীপ্তা চৌধুরী।

0Shares

নিউজ খুজুন