যারা স্বাধীনতা বিশ্বাস করে না তাদের কোন ধর্মই থাকতে পারে না : মেয়র

নিউজ চাটগাঁ ডেক্স : ২৫ জানুয়ারী কাতালগঞ্জস্থ নবপন্ডিত বিহারে বাংলাদেশের ২৮তম সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরোর স্মৃতিচারণ সভায় সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, সিজার বড়–য়ার সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন শুদ্ধানন্দ মহাথেরো ছিলেন মানবতাবাদী মহান বৌদ্ধ ভিক্ষু, অধ্যাপক উপানন্দ মহাথেরো, অধ্যাপক জ্ঞানরতœ মহাথেরো, বিপস্সী মহাথেরো, ধর্মানন্দ মহাথেরো, করুণা মহাথেরো, কাউন্সিলর নুর মোস্তফা টিনু, ড. প্রণব কুমার বড়–য়া, অঞ্চল কুমার বড়–য়া, ড. সুব্রত বরণ বড়–য়া, কমলেন্দু বিকাশ বড়–য়া, মৃদুল চৌধুরী, আদর্শ কুমার বড়–য়া, মৃগংক প্রসাদ বড়–য়া, জয় শান্তি বিকাশ বড়–য়া, স্বপন কান্তি বড়–য়া, স্বদেশ কুসুম চৌধুরী, ডা. দিবাকর বড়–য়া, ডা. অমরেশ চৌধুরী, বিনয় ভূষণ বড়–য়া, অধ্যক্ষ দীপক তালুকদার, কুনাল কান্তি বড়–য়া, বিপ্লব বড়–য়া বটু, ঝুলেন বড়–য়া, উজ্জ্বল কান্তি বড়–য়া, অবিনাশ বড়–য়া প্রমুখ।
তার বক্তব্যে মেয়র বলেন, চট্টগ্রামে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। আবহমানকাল থেকে এখানে মানুষ আত্মার আত্মীয় হিসেবে বসবাস করে আসছে। ধর্ম ও দেশপ্রেম একাকার, দেশপ্রেম ধর্মেরই অংশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনায় স্বাধীন বাংলাদেশ বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহারণ। ১৯৭১ সালে এমনটিই হয়েছিল সকল ধর্ম ও মানবতার চেতনার প্রেরণায় মহান মুক্তিযুদ্ধে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সশস্ত্র প্রতিরোধে। আমরা এই যুদ্ধে বিজয়ী হয়েছি এবং আমরা স্বাধীন। এই স্বাধীনতা অর্জিত হয়েছে সকলের সম্মিলিত প্রয়াসে। তাই এদেশে বর্ণে-ধর্মে-শ্রেণীতে কোন ভেদাভেদ নেই। তিনি আগামী ২০৩০সালে দেশকে উন্নয়নশীল এবং ২০৪১সালে উন্নত দেশে রূপান্তরে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

0Shares

নিউজ খুজুন