নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডাঃ বিদ্যুৎ বড়ুয়া বলেছেন, যারা মানবতার সেবাই কাজ করে তারা উত্তম মানুষ। মানবতা হচ্ছে খুবই ছোট ছোট জিনিস, যা মানুষের মনের মাঝে লালন করতে হয়। নিজের মন থেকে ছোট ছোট ভালো কাজ করলে মানুষের ভালবাসা পাওয়া যায়। জন্ম আর মৃত্যুর মাঝখানে থাকে শুধু কর্ম। এই কর্মের ফল কিন্তু মৃত্যুর পর দেখা যায়। ভালো কাজ করলে মৃত্যুর পর মানুষ শ্রদ্ধার সাথে স্বরণ করবে। যেমন প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক সচিব, লোহাগাড়ার গর্বিত সন্তান মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন পিএসসি’র কথা মানুষ শ্রদ্ধার সাথে আজীবন স্বরণ রাখবে।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বাজারে বাংলাদেশ মানবাধিকার কমিশন চুনতি ইউনিয়ন শাখার আয়োজনে “বাংলাদেশ মানবাধিকার কমিশন”এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও চুনতি ইউনিয়ন পরিষদ থেকে ৩য় বারের নির্বাচিত চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু কোম্পানি এবং নব-নির্বাচিত সকল ইউপি সদস্যদের নিয়ে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উক্ত আলোচনা সভা ও সংর্বধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চুনতি ইউনিয়ন শাখার সভাপতি মো. সাইফুল ইসলাম শাহজাহান।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির, গেষ্ট অব অনার ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও আধুনগর ইউপির চেয়ারম্যান নাজিম উদ্দিন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ ফরহাদ উদ্দিন, চুনতি ডেপুটি বাজার উন্নয়ন কমিটির সভাপতি আবুল হাসেম প্রমুখ। অনুষ্ঠানের আহবায়ক, তরুণ সংগঠক ইন্জিনিয়ার মুহাম্মদ মামুন উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, চুনতি হা-মীম একাডেমীর প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মালেক মুঃ ইবনে দিনার নাজাত, সিনিয়র সহ-সভাপতি আব্বাস উদ্দিন, সহ-সভাপতি মমতাজ উদ্দিন আহমদ মহসিন, সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. নুরুচ্ছাফা, চুনতি ৭নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য এমতেন্জার হোসেন, ৪নং ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বার মুহাম্মদ ইয়াছিন, সংগঠনের চুনতি ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল নুর, অর্থ সম্পাদক তাহমিদুল আলম কাউছার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে কেক কেটে বাংলাদেশ মানবাধিকার কমিশন”এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন অতিথিরা এবং সংবর্ধিত অতিথিদের সম্মাননা স্বারক প্রদান করা হয়।