আজ ২২ মার্চ সিএমপি’র ট্রাফিক উত্তর বিভাগের আওতাধীন বায়জীদ বোস্তামী থানা এলাকায় লিডার্স স্কুল অ্যান্ড কলেজে ‘নিরাপদ সড়ক ব্যবহার এবং ট্রাফিক শৃঙ্খলা’ বিষয়ক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় প্রায় ৫০০ শত ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। শিক্ষার্থী এবং শিক্ষকদের উদ্দেশ্যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং শিক্ষণীয় ভিডিও চিত্র দেখানোর মাধ্যমে রাস্তা পারাপারে জেব্রাক্রসিং/ফুট ওভারব্রিজ ব্যবহার এবং ট্রাফিক আইন ও সাইন নিয়ে মৌলিক ধারণা প্রদান করা হয়।
কর্মশালাটি সার্বিক পরিচালনায় নিয়োজিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘লিডার্স স্কুল এন্ড কলেজ’ এর অধ্যক্ষ কর্নেল (অবঃ) আবু নাসের মোঃ তোহা।
কর্মশালাটিতে আরো উপস্থিত ছিলেন টিআই (প্রশাসন) ট্রাফিক- উত্তর মোঃ কামাল হোসেন, টিআই (বায়েজিদ) মোঃ আলমগীর হোসেন, টিআই (মোহরা) মোঃ রেজাউল করিম খান, টিআই (প্রবর্তক) জনাব বিপুল পাল, এবং স্কুলটির সম্মানিত শিক্ষকমন্ডলী এবং নগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের অন্যান্য সদস্যবৃন্দ।