মোহামেডান স্পোর্টিং ক্লাবের সহ পরিবেশ সম্পাদক হলেন জুয়েল

নিজস্ব প্রতিবেদক : আগামী তিন বছরের জন্য চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থক গোষ্ঠী নতুন কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থক গোষ্ঠীর নতুন এই কমিটিতে সহ পরিবেশ বিষয়ক সম্পাদক হয়েছেন বাশঁখালী ‍উপজেলার ছনুয়া গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ জুনায়েদ রাসেল।

মোহাম্মদ জুনায়েদ রাসেল ক্রীড়া বিভিন্ন কার্যক্রমে ও  দীর্ঘদিন যাবৎ জাতীয়তাবাদী দলের আদর্শের কর্মী হিসেবে কাজ করেছে। জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার  যুগ্ম আহবায়ক ও  ছনুয়া ছাত্র ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে।
মোহাম্মদ জুনায়েদ রাসেল চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থক গোষ্ঠীর সহ পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মোঃ শিবলী নোমান রিফাতকে সভাপতি ও মোহাম্মদ আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থক গোষ্ঠী ১০১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ২০২৫ – ২০২৮ গঠন করা হয়েছে।
0Shares

নিউজ খুজুন