মেরন সান স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নগরীর সফল ক্লাসনির্ভর শিক্ষাপ্রতিষ্ঠান মেরন সান স্কুল এন্ড কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেরন সান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, পরিবেশ গবেষক ও সুলেখক অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী লায়ন সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেরন সান স্কুল এন্ড কলেজের চকবাজার ক্যাম্পাসের উপাধ্যক্ষ রাজেশ কান্তি পাল, উপাধ্যক্ষ (একাডেমিক) শিহাব ইকবাল, চান্দগাঁও ক্যাম্পাসের উপাধ্যক্ষ শিহাব উদ্দীন, মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ (ইনচার্জ) উৎপল পাল, শিক্ষক রাহমত উল্লাহ আজাদ, এইচ.এম ফরহাদ চৌধুরী, দেবাশিস বড়–য়া, সুপর্ণা বিশ্বাস, শহীদুল ইসলাম, ওসমান বেনজীর, বৈশাখী বণিক, প্রদীপ বড়–য়া, সৌরভ চৌধুরী প্রমুখ। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ‘যে জাতি নিজের ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে ভুলে যায়, সে জাতি কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না। আমাদের মাতৃভাষা বাংলা পৃথিবীর একমাত্র রক্তে অর্জিত ভাষা যার সম্মানে আজকের দিনে বিশ্বের সর্বত্র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। মহান একুশ থেকে শিক্ষা নিয়ে এদেশবাসীর উচিত সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এদেশকে একটি উন্নত ও স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত করা এবং এদেশের ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে সমুন্নত রাখা।’ প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়ে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করে বাংলাদেশের স্বাধীনতার পথ তৈরি করে গেছেন তাঁদের সম্মান জানাতে হলে শিক্ষার্থীদেরকে সুন্দর আচরণের মাধ্যমে এদেশের যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।’ আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন মেরন সান স্কুল এন্ড কলেজের শিক্ষক ছরওয়ার উদ্দীন আরবী। আলোচনা সভায় সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

0Shares

নিউজ খুজুন