মেরন সান স্কুলে মহান বিজয় দিবস উদযাপন ও বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠান সম্পন্ন

মহান বিজয় দিবস উদযাপন এবং বার্ষিক ফলাফল প্রকাশ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মেরন সান স্কুল এন্ড কলেজ সংলগ্ন মাঠে অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবা অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক ও উপসচিব নুসরাত সুলতানা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী লায়ন সৈয়দ মো. মোরশেদ হোসেন। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কলেজিয়েট স্কুল এন্ড কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক শাহনাজ পারভীন, মেরন সান স্কুল এন্ড কলেজ চকবাজার ক্যাম্পাসের উপাধ্যক্ষ (প্রশাসনিক) রাজেশ কান্তি পাল, উপাধ্যক্ষ (একাডেমিক) শিহাব ইকবাল, শিক্ষক মৌলানা রাহমত উল্লাহ আজাদ, শহীদুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা মহান বিজয় অর্জন করেছি আর এই বিজয়কে অর্থবহ করে তুলতে হলে সুশিক্ষা ও নৈতিকতার কোন বিকল্প নেই। পাঠক্রমিক ও সহপাঠক্রমিক কার্যাবলিতে সাফল্য অর্জনসহ শিক্ষার্থীদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ অর্জনের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের বিশেষ সুনাম রয়েছে যা সম্মানিত অভিভাবকদের সহযোগিতা ছাড়া কখনো অর্জিত হতে পারতো না।’ প্রধান আলোচক তাঁর বক্তব্যে বলেন, “বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণে বলেছিলেন ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ আজ আমরা মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি কিন্তু এখনও আমরা অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারিনি। মহান স্বাধীনতা ও বিজয়কে অর্থবহ করতে হলে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে।” সভাপতি অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্ তাঁর বক্তব্যে বলেন, ‘মুক্তিযুদ্ধের মহান ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বর্তমান প্রজন্মকে দেশ ও জাতির সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে আর এই অসাধারণ আলোকদীপ্ত অভিযাত্রায় মেরন সান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা শিক্ষক ও অভিভাবকদের তত্ত্বাবধানে অনেক দূর এগিয়ে গেছে। শিক্ষা ও ফলাফলের গুণগত মান অক্ষুণœ ও অব্যাহত রাখার জন্য এবং বরাবরের মতোই আন্তরিক সহযোগিতার জন্য আমি সম্মানিত সকল অভিভাবককে বিনীত অনুরোধ জানাচ্ছি।’ গুরুত্বপূর্ণ আলোচনা ছাড়াও শিক্ষার্থীদের দেশপ্রেমমূলক নাচ-গান-কবিতা ইত্যাদির মাধ্যমে দিনব্যাপি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সকলকে বিমোহিত করে। সবশেষে ছিল শিক্ষক-শিক্ষিকাদের অংশ্রগ্রহণে আকর্ষণীয় সংগীতানুষ্ঠান। প্রধান অতিথির হাত থেকে শিক্ষার্থীরা তাদের প্রত্যাশিত ফলাফল সংগ্রহ করে নেয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিক্ষক ওসমান বেনজীর, বৈশাখী বণিক ও রুম্পা পাল। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0Shares

নিউজ খুজুন