মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ আয়োজিত সমন্বিত মতবিনিময় সভায় ব্যারিষ্টার নওফেল

গণপ্রজান্ত্রতী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপ মন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি. বলেন মুজিবশত বর্ষ ও মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী সুবক্ষণে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ আয়োজিত মহান বিজয় দিবসে অনুষ্ঠিতব্য বিজয় র‌্যালী হবে অত্যান্ত আকর্ষণীয় ও বর্ণাঢ্য।
তিনি বলেন, সরকারী বাহিনী সমূহ, বিভিন্ন সরকারী আধা সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সর্বস্তরের বীর জনতা সতস্ফুর্ত অংশগ্রহণে বিজয় র‌্যালীকে নতুন মাত্রা যোগ হবে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্টনায়ক জননেত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে অহরাত্রী নিরলস পরিশ্রম করছেন। মাননীয় সভানেত্রী মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতা সূবর্ণ জয়ন্তী ক্ষণে দেশবাসীকে মোবারকবাদ জানিয়েছেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সাম্প্রদায়িক অপশক্তি ও দেশ বিরোধী অশুভ চক্র আবারো যেষড়যন্ত্রে মেতেছে- বীর চট্টলার অকুতোভয় জনতা এ অশক্তিকে রুখবে।
মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের র‌্যালী উপ পরিষদ আয়োজিত সমন্বিত মতবিনিময় সভা আজ রবিবার সকালে সি.জি.কে.এস কনফারেন্স হলে র‌্যালী উপ পরিষদের আহ্বায়ক এ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমন্বিত মতবিনিময় সভায় প্রধান অতিথি গণপ্রজান্ত্রতী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপ মন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি. রাজধানী ঢাকা থেকে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোহাম্মদ ইউনুছ। প্রধান বক্তা ছিলেন চট্টলবীরপুত্র বোরহানুল হাসান চৌধুরী সালেহীন। সভায় অতিথি বক্তব্য রাখেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফয়জুল্লাহ, ন্যাশনাল মেরিটাইম ইনষ্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান, ৩২ আনসার ব্যাটালিয়ান অধিনায়ক এ.এস.এম আজিম উদ্দিন, ৩০ ব্যাটালিয়ান আনসার অধিনায়ক আজিজুর রহমান, বাংলাদেশ রেলওয়ে এসিওপিএস/এফ ,কামাল আকতার হোসেইন, সিএমপির এডিসি এস বি মির্জা সাঈম মাহমুদ, কমান্ডেন্ট এবিপি এস এম শিবলী নোমান, বিপিএম পিপিএম (বার), ডেপুটি জেলার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সাইমুর উদ্দিন, আরএনবির কমান্ডেড শফিকুল ইসলাম, রেলওয়ে পুলিশের ওসি ডিবি মাহবুবুর রহমান সরকার পিপিএম, মেরিন ফিসারিজ চট্টগ্রামের এ্যাডজুটেন্ট মোঃ মহিউদ্দিন, বিউবো উপ বিভাগীয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ খোরশেদ আলী চৌধুরী, আরএনবির চীফ ইন্সপেক্টর আমিনুজ্জামান।
বিজয় মেলা পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অর্থ সচিব বীর মুক্তিযোদ্ধা পান্টু লাল সাহা, যুগ্ম মহাসচিববাবু চন্দন ধর, যুগ্ম মহাসচিব মশিউর রহমান চৌধুরী, র‌্যালী উপ পরিষদের সদস্য সচিব মাহাবুবুর রহমান, দপ্তর আহ্বায়ক এস.এম. সাঈদ সুমন, শ্রমিক স্কোয়াডের আহ্বায়ক আবুল হোসেন আবু, মুক্তিযোদ্ধা সন্তান স্কোয়াডের সদস্য সচিব কাজী রাজেশ ইমরান।

0Shares

নিউজ খুজুন