জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন আতপচাল নিয়ে mv ATN VICTORY এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত ১৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে mv BMC PANDORA জাহাজ দুটি আজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
চাল দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পাঠক সংখ্যাঃ ৭৭
0Shares