মার্চের পর বাড়তে পারে ক্লাস ও রেমিডিয়াল ক্লাস : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, মার্চ পর্যন্ত সংক্রমণ পরিস্থিতি দেখে তারপর ক্লাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছেন তারা। ২৫ ডিসেম্বর চাঁদপুর শহরের নিজ বাসায় কম্বল বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এসময় মন্ত্রী বলেন, পুরোদমে ক্লাস শুরু হলে ঘাটতি পুষিয়ে নিতে বাড়তি ক্লাসের কথাও ভাবছে মন্ত্রণালয়।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এখনো করোনাভাইরাস সংক্রমণের যে পরিস্থিতি, এর মধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। পাশ্চাত্যে আমরা দেখেছি, শীতকালে করোনা সংক্রমণ বাড়ে। কিন্তু আমাদের দেশে মার্চে সংক্রমণ বেড়েছে। তাই মার্চ মাস আসার আগে কিছু বলতে পারছি না। মার্চ মাস এলে সংক্রমণের অবস্থা দেখে তারপর আমরা ক্লাস সংখ্যা বাড়িয়ে দেওয়া এবং তার সঙ্গে রেমিডিয়াল ক্লাস (বাড়তি ক্লাস) করানোর মতো নানা পরিকল্পনা আমাদের আছে। আমরা সব তথ্য নিয়েছি। সেগুলো সব বিশ্লেষণ হচ্ছে। কোথায় কতটুকু আমাদের শিক্ষার্থীরা পিছিয়ে আছে, সেগুলো দেখছি। তারপর আমরা সে অনুযায়ী নতুন বছরে পদক্ষেপ নেব। তবে অবশ্যই স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে মাথায় রেখেই পদক্ষেপ নেওয়া হবে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে গত বছর বই উৎসব হয়নি। এ বছরও বই উৎসব হবে না জানিয়ে মন্ত্রী বলেন, করোনায় আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে। এ বছরও স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়টি মাথায় রেখেই আমরা বই উৎসব করছি না। কিন্তু একেবারে বছরের প্রথম দিন থেকেই প্রতিটি বিদ্যালয় বই বিতরণ শুরু করবে। , কোন ক্লাসের বই কোন দিন বিতরণ করা হবে— সেই শিডিউল স্কুলগুলো নিজেরাই সাজাবে। সে অনুযায়ী বছরের প্রথম দিন থেকেই তারা বই বিতরণ শুরু করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগের মতোই ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত থেকে বই বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
বইয়ের ভুল-ভ্রান্তি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, আশা করি এবার ভুল থাকবে না। আর ভুল থাকলেও অনেক কম থাকবে। কিছু ভুল হয়তো থাকতে পারে। কারণ প্রিন্টিংয়ে অনেক সময় ভুল হয়। যদি কোথাও কোনো ভুলভ্রান্তি থাকে, আমরা সেগুলো শুধরে নেব।

0Shares

নিউজ খুজুন