মানুষকে গীতামুখী করতে পারলেই কুসংস্কারমুক্ত সমাজ বিনির্মাণ হবে

সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানে ‘অদ্বৈত বেদান্তদর্শনে জগৎগুরু ভগবান শঙ্করাচার্য’ শীর্ষক আলোচনা সভা শ্রীশ্রী বিশ্বনাথ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধক ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি-বাগীশিক কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ বিজয় লক্ষী দেবী। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় সভাপতিত্ব করেন মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে ও মঠের সাংগঠনিক সম্পাদক মাস্টার অজিত কুমার শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ শ্রীমৎ স্বামী সজলানন্দ গিরি, শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ গিরি, শ্রীমৎ স্বামী উমেশানন্দ গিরি, শ্রীমৎ জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী ও শ্রীমৎ ত্যাগীশ্বরানন্দ ব্রহ্মচারী। স্বাগত বক্তব্য রাখেন মঠের সাধারণ সম্পাদক অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য্য।
আলোচনা সভায় সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ বলেন, গীতা প্রচারের মাধ্যমে সমাজ ও দেশকে আলোকিত করতে হলে জগৎগুরু শঙ্করাচার্যের আদর্শ-উদ্দেশ্য বুকে ধারণ করতে হবে। বাংলার এ প্রান্ত থেকে ঐ প্রান্তের মানুষকে গীতামুখী করতে পারলেই কুসংস্কারমুক্ত সমাজ বিনির্মাণ হবে। গীতার আদর্শ জীবনকে আলোকিত করে। শিশু থেকে শুরু করে সবাইকে গীতার আদর্শে জীবনকে গড়ে তুলতে হবে, গীতাকে জানতে হবে।

0Shares

নিউজ খুজুন