মাদক বিরোধী পৃথক অভিযানে ২ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ২২ জানুয়ারি র‌্যাব-৭, চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এবং ফেনী জেলার ফেনী সদর মডেল থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৩৬ হাজার ৩০০ পিস ইয়াবা এবং ১৮.৮ কেজি গাজা উদ্ধারসহ দুই জন মাদক কারবারিকে গ্রেফাতার করে।
র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চান্দগাঁও থানাধীন পূর্ব ফরিদা পাড়া এলাকায় একটি ফ্ল্যাট বাসায় অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে পূর্ব ফরিদা পাড়া এলাকায় Abdullah Heights নামীয় একটি বাসার ৫ম তলার 5A ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে আসামী খুশি আক্তার প্রকাশ খুশিদা আক্তার (২৫) আটক করা হয়। উক্ত ফ্ল্যাট বাসার বেড রুমের খাটের নিচ ১টি শপিং ব্যাগ এর ভিতরে সাদা পলিথিন দ্বারা মোড়ানো ইট সাদৃশ্য ৩টি ইয়াবার কার্টে ৩০ হাজার পিস ইয়াব এবং ৩০টি নীল রং এর পলিজিপার প্যাকেটে বিশেষ কৌশলে রক্ষিত ৬ হাজার ৩০০ পিস ইয়াবাসহ সর্বমোট ৩৬ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ আসামী’কে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি মাইক্রোবাস যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী হতে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে ফেনী জেলার ফেনী সদর থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র‌্যাব সদস্যরা আসামী মোশারফ (২৩) আটককৃত হয়ে আসামীকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে মাইক্রোবাসটির যাত্রী বসার সীটের নিচে ০১ টি কালো রং এর ট্রাভেল ব্যাগে বিশেষ কৌশলে রক্ষিত ১৮.৮ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস জব্দসহ আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ইয়াবা কক্সবাজার এবং কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ কোটি ৫০ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামীদের এবং জব্দকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এবং ফেনী জেলার ফেনী সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

0Shares

নিউজ খুজুন