জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেক এম পি চেমন আরা তৈয়বের পিতা এবং বিআইটিআইডি এর সাবেক পরিচালক ও চট্রগ্রাম জেলার প্রাক্তন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবু তৈয়বের শ্বশুর আলহাজ্ব হাফেজ জামাল উদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি এবং মন্ত্রণালয়ের সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার।
প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এবং সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার আজ পৃথক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, চট্রগ্রাম জেলার পটিয়া উপজেলার মনসা গ্রাম নিবাসী আলহাজ্ব হাফেজ জামাল উদ্দিন আহমদ (১০৪) আজ বিকেল সাড়ে তিনটায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ২ মেয়ে, ৪ নাতী ও ১ নাতীন রেখে গেছেন। তিনি মনসা মুনিরিয়া জামে মসজিদের দীর্ঘ ৬০ বছর খতিব ও তৎসংলগ্ন মাদ্রাসার শিক্ষকছিলেন।