মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার সাথে ইউনিসেফের প্রতিনিধি দলের সাক্ষাৎ

আজ মন্ত্রণালয়ের অফিস কক্ষে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের সাথে বাংলাদেশের ইউনিসেফ প্রতিনিধি শিশু সুরক্ষার প্রধান Natalie McCauley এর নেতৃত্বে প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার সুন্দর বাংলাদেশের একটি স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, প্রতিটি শিশু ও কিশোর-কিশোরীদের জন্য সহিংসতামুক্ত ও সুরক্ষামূলক পরিবেশ গড়ে তুলতে স্থানীয় জনগোষ্ঠী ও বাবা-মাকে সম্পৃক্ত করে সহযোগিতার ভিত্তিতে কাজ করছে সরকার ও ইউনিসেফ। তিনি বলেন, আমাদের লক্ষ্য এমন একটি সমাজ প্রতিষ্ঠা করা যেখানে প্রতিটি শিশু উন্নতি লাভ করতে পারবে এবং তার সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটাতে পারবে। এলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নানা পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। তিনি পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতার আশ্বাস দেন।

ইউনিসেফ প্রতিনিধি শিশু সুরক্ষা চিফ Natalie McCauley বলেন, প্রতিটি শিশুর একটি নিরাপদ ও অনুকূল পরিবেশে বেড়ে ওঠার অধিকার রয়েছে। বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের অংশীদারিত্ব এবং কমিউনিটি নেতৃত্বাধীন কর্মপদ্ধতির মাধ্যমে আমরা পরিবারকে শক্তিশালী করার জন্য বিনিয়োগের মাধ্যমে সহিংসতা এবং ক্ষতিকারক অনুশীলন থেকে ১৬ লাখেরও বেশি শিশু ও নারীকে সুরক্ষা প্রদান করতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছি। তিনি পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

0Shares

নিউজ খুজুন