মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপনের লক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন দুইদিন ব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি অয়োজন করেছেন।
২৫ মার্চ জনবহুল স্থানে গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র,প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সুবিধাজনক সময়ে সমগ্র জেলায় স্বাস্থ্যবিধি মেনে স্ব-স্ব প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, ১০.৩০ ঘটিকায় গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ১০.৩০ ঘটিকা হতে ১০.৩১ ঘটিকা পর্যন্ত সমগ্র জেলায় প্রতীকী ব্ল্যাক-আউট ০১ মিনিটের জন্য (কেপিআই, জরুরি স্থাপনা ব্যাতীত), রাত ১০.৩৫ ঘটিকায় গণহত্যা দিবস উপলক্ষ্যে শহিদদের স্মরণে ফয়েজ লেক বধ্যভুমিতে আলোক প্রজ্জ্বলন।
২৬শে মার্চ সূর্যোদয়ের সাথে সাথে দিবসের কর্মসূচি শুরু হবে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ রাসেল চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে। মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজে পুষ্পস্তবক অর্পণ শেষে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এদিন সকাল ৮.০০ ঘটিকায় এম. এ. আজিজ স্টেডিয়ামে আনুষ্ঠাি নক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, কারারক্ষী, ফায়ার সার্ভিস, শিক্ষা প্রতিষ্ঠান ও সিভিল ডিফেন্স, বি.এন.সি.সি, বাংলাদেশ স্কাউটস, গার্লস গাইড কর্তৃক মেনে কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করবেন বিভাগীয় কমিশনার ড. মোঃ আমিনুর রহমান, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আনোয়ার হোসেন, পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, কমান্ডার, মহানগর ইউনিট কমান্ড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম, বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল, ভারপ্রাপ্ত কমান্ডার, জেলা ইউনিট কমান্ড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম ।
সুবিধাজনক সময়ে হাসপাতাল, জেলখানা, এতিমখানা, শিশু পরিবার, ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু কেন্দ্রসমূহে উন্নতমানের খাবার পরিবেশন, জাতির শান্তি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার শান্তি কামনায় মসজিদ, মন্দির, গীর্জা প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে বিশেষ মোনাজাত ও প্রার্থনা। বিকেল ৪.০০টায় শিশুপার্ক, যাদুঘর ও চিড়িয়াখানায় বিনা টিকিটে ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র এবং মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে ।
এদিন সন্ধ্যা ০৪.০০ ঘটিকায় চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন” বিষয়ে আলোচনা এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।

0Shares

নিউজ খুজুন