মহানগর শ্রমিক লীগের উদ্যোগে কারাবন্দি দিবস পালিত

নিউজ চাটগাঁ ডেক্স: বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে নগর জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও কোতোয়ালী থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেনের সঞ্চালনায় নিউ মার্কেট সংলগ্ন রেলওয়ে জামে মসজিদে গত ১৬ জুলাই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোখলেস জাকের, জয়নাল আবেদীন লিটন, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, নজরুল ইসলাম খোকন, ওসমান গণি, কালিম শেখ, নুরুল ইসলাম, এয়ার মোহাম্মদ খোকন, আবদুল হান্নান, কামাল উদ্দিন, ইকবাল হোসেন রিপন, রুহুল আমিন হাওলাদার, ফিরোজ আহমদ, কমান্ডার আবদুল ছালাম, প্রশান্ত কুমার বড়–য়া, খন্দকার রফিকুল ইসলাম, আরফীন, জসিম উদ্দিন, মোহাম্মদ ইউসুফ, মহিউদ্দিন কবির হোসেন, আবুল হোসেন, ফজল আহমদ, মো. সালাউদ্দিন, মো. সবুজ প্রমুখ। বঙ্গবন্ধুকন্যা দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

0Shares

নিউজ খুজুন