সীতাকুণ্ড প্রতিবেদক : প্রতিনিয়ত যেন সাংবাদিকদের ওপর হামলার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তার ধারাবাহিকতায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মবের মাধ্যমে হামলার শিকার এক সাংবাদিক।
দৈনিক জনকণ্ঠ সীতাকুণ্ড প্রতিনিধি এবং সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক লিটন কুমার চৌধুরীর ওপর হামলার ঘটনাটি পৌর সদরের রেলগেট এলাকায় পরিকল্পিতভাবে ৭–৮ জন মব করে অতর্কিত হামলা চালায় এবং প্রকাশ্যে মারধর করে। মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে হামলার ভিডিওটি।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলমান রয়েছে। এদিকে হামলাকারীরা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করছে প্রত্যক্ষদর্শীরা।
এ ঘটনার তীব্র ও নিন্দা জানিয়ে সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতি এস এম ফোরকান আবু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান।
পাঠক সংখ্যাঃ ৮৫
0Shares