১২ ডিসেম্বর মজলুম মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪১তম জন্মবার্ষিকী। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের উদ্দেশ্যে ভাসানী ফাউন্ডেশন মহান নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্যদান ও আলোচনা সভার আয়োজন করেছে। ১২ ডিসেম্বর গড়ৈলায় সংগঠনের সহ সভাপতি ধলঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিক আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, ন্যাপ পুনর্গঠন প্রক্রিয়ার কেন্দ্রীয় সদস্যসচিব এবং ভাসানী ফাউন্ডেশনের সভাপতি ছিদ্দিকুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, সপ্তাহিক পরিচয় পত্রিকার সম্পাদক অধ্যাপক শিব প্রসাদ ও কবি প্রকৌশলী সঞ্জয় কুমার দাশ। চট্টগ্রামের প্রগতিশলী দেশপ্রেমিক সংগঠনের নেতৃবৃন্দেরা আলোচনায় অংশ গ্রহন করবেন। প্রসে বজ্ঞিপ্তি
পাঠক সংখ্যাঃ ৩৭
0Shares