ভালবাসা দিবসে ওয়েল পার্ক রেসিডেন্সের আয়োজন

চট্টগ্রাম মহানগরীর জিইসি’র মোড়ে অবস্থিত ওয়েল পার্ক রেসিডেন্স বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে দিনব্যাপী রকমারি অনুষ্ঠানের আয়োজন করেছে। ভালোবাসা দিবসে মোমের আলোয় বসে দুজনে সময় কাটানো তো হবেই সঙ্গে থাকবে সুরের মুর্চ্ছনা, ওয়েল পার্ক রেসিডেন্সির ৯ তলায় মোহরা গার্ডেন ও বারবিকিউতে অতিথিদের জিভে জল আসার মত থাকবে সুস্বাদু ওয়েল পার্ক এক্সক্ল’সিভ প্ল্যাটার। আপনি এবং আপনার সঙ্গীর দুইজনের খাবার মাত্র ৩০০০/-টাকায়। হোটেলের জেনারেল ম্যানেজার এম. এ মনছুর বলেন, রোমান্সপ্রিয়তা ও ভোজনরসিকতা বিশেষ মুহুতগুলোকে বিশেষ ভাবে উদযাপনের জন্য হোটেল ওয়েল পার্ক গ্রাহকদের জন্য সবসময় চিন্তাকর্ষক ও সুরুচিপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। হেড অব সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার মামুনুর রশিদ বলেন, আমরা গ্রাহদের জন্য সব সময় নতুন নতুন রুচি সম্মত খাবার ও উপভোগ্য অনুষ্ঠান নিয়ে হাজির হয়। সবকিছু উপভোগ করতে অথবা বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৮৪১৭৩৫৫৫৮, ০১৭৩০৭৯০১৮৩ নম্বরে।

0Shares

নিউজ খুজুন