বড়হাতিয়া ইউনিয়ন চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

লোহাগাড়া থেকে মোঃইউসুফ :  উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ৩১ জুলাই স্থানীয় পাঁচকানিয়া মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় প্রতিদ্বন্ধিতা করেন ৬ নং ওয়ার্ড টিম ও ৮ নং ওয়ার্ড টিমদ্বয়। খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকে। পরে অনুষ্ঠিত টাইব্রেকারে ৫-৪ গোলে ৮ নং ওয়ার্ড টিমকে পরাজিত করে ৬ নং ওয়ার্ড টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু, ইউপি চেয়ারম্যান যথাক্রমে আলহাজ¦ নুরুচ্ছফা চৌধুরী, জয়নাল আবেদীন জনু, হারুনর রশিদ, সাবেক চরম্বা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, বড়াহাতিয়া প্যানেল চেয়ারম্যান মোঃ উসমান ও মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দীন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এস.কে শামশুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বাহাদুর চৌধুরী, মাস্টার মোস্তাক আহমদ, আনিছুর রহমান, আবুল হাশেম,মাস্টার নাছির আহমদ, লিটন চৌধুরী, নাজির উদ্দীন বাচ্ছু, মোঃ ইকবাল প্রমুখ।
সভাশেষে চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও স্থানীয় গুণীজনদেরকে পুরষ্কৃত করেন অতিথিবৃন্দ।
0Shares

নিউজ খুজুন