লোহাগাড়ায় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মাইজপাড়া এলাকার একটি পুকুরে গোসল করতে নেমে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু ঘটেছে। ২১ সেপ্টেম্বর সকাল আনুমাণিক সাড়ে ১০ টায় এ ঘটনাটি ঘটেছে। নিহতের নাম মনজুর আলম (৪০)। তিনি ওই এলাকার মৃত জালাল সিকদারের পুত্র এবং মছনেরহাট মোহাম্মদীয়া দাখিল মাদরাসার শিক্ষক। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক রানা। তিনি জানান, নিহত মাদরাসার শিক্ষক মনজুর আলম শিক্ষকতার পাশাপাশি পার্শ্ববর্তী একটি মসজিদে ইমামতি করতেন। উল্লেখিত সময়ে নামাজ আদায়ের পূর্বে পুকুরে গোসল করতে গেলে দীর্ঘক্ষণ ধরে তাঁর খোঁজ মিলেনি।
পরবর্তীতে সকাল সাড়ে ৯ টায় পুুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা। তিনি আরো জানান, উক্ত মাদরাসা শিক্ষক একজন মৃগী রোগী ছিলেন। একই দিন দুপুরে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
পাঠক সংখ্যাঃ ৮৪
0Shares