ব্রাইট বাংলাদেশ ফোরাম (বিবিএফ) বাস্তবায়িত প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থ-সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় জাতিসংঘ ঘোষিত প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সনদ (UNCRPD), সুরক্ষা আইন ও সেইফগার্ডিং বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা ১৪ জানুয়ারি ’ সংস্থার বাকলিয়াস্থ প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ছিলেন ৩৫ জন বিবিএফ এর বিভিন্ন পর্যায়ে দায়িত্বরত স্টাফ, প্রতিবন্ধী ব্যক্তির অভিভাবক ও পরিবারের সদস্য, প্রতিবন্ধী ব্যক্তির কেয়ারগিভার, প্রতিবন্ধী স্ব-সহায়ক সংগঠন এর নেতৃত্ব পর্যায়ের সদস্য, নারী ইমপেক্ট গ্রুপের সদস্য, যুব সংগঠন প্রতিনিধি ও প্রতিবন্ধী ব্যক্তি(নারী-শিশু-পুরুষ)।
প্রশিক্ষণের বিষয়বস্তু ছিল প্রতিবন্ধিতার সাধারণ ধারনা, স্বরূপ, প্রতিবন্ধিতার ধরন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতিসংঘ ঘোষিত অধিকার সনদ, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা আইন-২০১৩ ও বিধিমালা-২০১৫, নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা-ট্রাস্ট আইন-২০১৩ ও বিধিমালা-২০১৫, প্রতিবন্ধিতার চ্যারিটি মডেল, মেডিকেল মডেল, সামাজিক/রাজনৈতিক মডেল ও মানবাধিকার মডেল, প্রতিবন্ধী ব্যক্তির জন্য সমাজভিত্তিক পূণর্বাসন (CBR), যৌক্তিক আবাসন ও প্রবেশগম্যতা, উপযুক্ত/সম্মানজনক শব্দ ব্যবহার, আচরণ, পূণর্বাসন, একীভূতকরণ ও ক্ষমতায়ন, সেইফগার্ডিং ইত্যাদি। দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন বিবিএফ এর ব্যবস্থাপক (কর্মসূচি) সোহাইল উদ দোজা ও প্রশিক্ষণের ভিত্তিতে পরামর্শমূলক সমাপনি বক্তব্য প্রদান করেন বিবিএফ’র প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া।
উল্লেখ্য, ব্রাইট বাংলাদেশ ফোরাম REHASWISS-Switzerland এর সহযোগিতায় ২০০৪ সাল থেকে ৫ পর্বে প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আর্থ-সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি বাস্তবায়ন করছে, যার আওতায় প্রতিবছর ৫০ জন করে প্রতিবন্ধী ব্যক্তির দক্ষতা ও উদোক্তা উন্নয়নসহ আয়মূলক কাজের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।