ব্যবসায়ী অনিল শীলের
মৃত্যুতে চট্টগ্রাম মুক্তিযোদ্ধা
সংসদের শোক প্রকাশ

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ শীলপাড়া নিবাসী বিশিষ্ট সমাজসেবক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শতবর্ষী প্রয়াত ফনিন্দ্র লাল শীলের দ্বিতীয় পুত্র বিশিষ্ট ব্যবসায়ী অনিল শীলের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট ও জেলা কমান্ড। বিবৃতিদাতারা হচ্ছে-মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, জেলা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরওয়ার কামাল দুলু, মহানগরীর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম (যুদ্ধাহত), সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মঞ্জুরুল আলম মঞ্জু, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এফ.এফ আকবর খান, জেলার সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধ একেএম আলাউদ্দিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাকসহ সকল থানা ও উপজেলার কমান্ডার, ডেপুটি কমান্ডার, সহকারী কমান্ডার, সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, মহানগর কমিটির আহবায়ক সাহেদ মুরাদ সাকু, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সজীব, যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজীশ ইমরান, জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মশিউজ্জামান সিদ্দিকী পাভেল, সদস্য সচিব কামরুল হুদা পাভেলসহ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, গতকাল ৫ জানুয়ারি বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিটে নগরীর পাঁচলাইশস্থ বেসরকারী পার্কভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ১ মেয়ে, জামাতা, ৫ ভাই, ২ বোন, ভগ্নিপতি ২ নাতনী, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। প্রয়াত অনিল শীল চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও দি ডেইলী লাইফ পত্রিকার সিনিয়র ফটো জার্নালিস্ট প্রদীপ কুমার শীল, সিইউজে সদস্য ও দৈনিক খবর/সংবাদ সংস্থা-এনএনবি’র চট্টগ্রাম প্রতিনিধি রনজিত কুমার শীল, জামালখানের ব্যবসায়ী অজিত কুমার শীল, শিক্ষিকা মঞ্জু রানী শীল, প্রবাসী সাংবাদিক ও ব্যবসায়ী সনজিত কুমার শীল, প্রবাসী ব্যবসায়ী প্রসনজিত কুমার শীল ও আমেরিকা প্রবাসী পম্পী রানী শীলের ভাই। ###

0Shares

নিউজ খুজুন