বোয়ালখালীতে বিহারে বুদ্ধমূর্তি ও বোধিবৃক্ষের চীবর পোড়ালো দুর্বৃত্তরা

বাবর মুনাফ: বোয়ালখালীতে একটি বিহারের শতবর্ষী বোধিবৃক্ষের ও বুদ্ধ মূর্তির চীবর (কাপড়) আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া বুদ্ধ মূর্তির কপালে থাকা স্বর্ণের তিলক নিয়ে গেছে।৭ অক্টোবর ভোরে উপজেলার শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা কেন্দ্রীয় বৈশালী বিহারে এ ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা তাপস বড়ুয়া জানান, ভোর ৪টা থেকে ৫টার মধ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে। বিষয়টি জানতে পেয়ে বিহারে গিয়ে দেখি বোধি বৃক্ষের কাপড় ও বুদ্ধমূর্তির চীবর খুলে আলাদা করে পুড়িয়ে দিয়েছে আর মূর্তির স্বর্ণের তিলক নেই।

শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাসান চৌধুরী বলেন, ‘আমরা রাতে প্রবারণা পূর্ণিমার অনুষ্ঠানে ছিলাম। ধারণা করছি, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।’ বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ আছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’ এ ঘটনায় জড়িত মো. রহিম (২৭) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল প্রধান বলেন, অভিযান চালিয়ে রহিমকে আটক করা হয়েছে। সে মানসিক ভারসাম্যহীন। প্রাথমিক জিজ্ঞেসাবাদে আগুন দেওয়ার বিষয়ে স্বীকার করেছে।

0Shares

নিউজ খুজুন