মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ উদ্দ্যেগে বিজয় মঞ্চে মহান স্বাধীনতা যুদ্ধে বিজয়ী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ.সালাম বলেছেন, মুক্তিযুদ্ধের বিজয় তখনই অর্জিত হবে, যখন দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে পারব। এ লক্ষে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হলে তিনি যে শুভ কর্মে এগিয়ে যাচ্ছেন তার পাশে দাঁড়াতে হবে।
জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বাংলাদেশ ঘুরে দাড়িয়েছে, করোনা কালের সংকট মোকাবেলা করে দেশের অস্তিত্ব ঠিকিয়ে রেখেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির জায়গায় বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের তালিকায় অর্ন্তভূক্ত। চট্টগ্রামের উন্নয়ন মানেই সারা বাংলাদেশের উন্নয়ন। তিনি উল্ল্যেখ করেন, চট্টগ্রাম আঞ্চলিক এবং বৈশি^ক যোগাযোগের সেতু বন্ধন, অঞ্চলগত অপার সম্ভাবনাময়। উন্নত যোগাযোগ ব্যবস্থা ও দক্ষ ব্যবস্থাপনায় স্থাপন করে চট্টগ্রাম সারা দেশকে নেতৃত্ব দিবে। মুক্তিযুদ্ধের বিজয় মেলা আজ যাদের সংবর্ধনা দিল, তাঁরা দেশের শ্রেষ্ঠ সন্তান, তাঁরা হয়তোবা হারিয়ে যাবে। তাঁদের চেতনা আমাদেরকে প্রজন্ম থেকে প্রজন্মে দেশপ্রেম যোগাবে। সভার বিশেষ অতিথি চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস হাসিনা মহিউদ্দিন বলেন, আমরা একটি বিজয়ী শক্তি, আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি। এ শক্তিকে কেউ অবধমিত করতে পারবে না। আমাদের সামনে অপার সম্ভাবনা, যে কোন মূল্যে এই সম্ভাবনাকে জাগিয়ে তুলতে হবে। এই হোক আমাদের সম্মলিত প্রত্যয়। প্রেস বিজ্ঞপ্তি