চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সহিংসতার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় আজ ১৩ জানুয়ারি চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সরকার হাসান শাহরিয়ার শুনানি শেষে ৬৩ জন আইনজীবীকে জামিন দিয়েছে।
আদালতে এই মামলায় আসামি মোট ৬৬ জন আইনজীবীর মধ্যে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ৬৩ জন। বিদেশে থাকায় ৩ জন আইনজীবী অনুপস্থিত ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, এই মামলায় যেসব আইনজীবীদের আসামি করা হয়েছে, তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন। যিনি মামলা করেছেন, তিনি নিজেও ঘটনাস্থলে ছিলেন না। কোনও আলামতও দিতে পারেননি। আমাদের শুনানিতে সন্তুষ্ট হয়ে আদালত চার্জশিট বা পুলিশ রিপোর্ট না হওয়া পর্যন্ত আইনজীবীদের জামিন দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সামশুল আলম বলেন, এ ধরনের বিস্ফোরক আইনের মামলায় জজ কোর্ট থেকে অতীতে জামিন পায়নি। আমরা শুনানি করেছি। আদালত জামিনের আদেশ দিয়েছেন।
উল্লেখ্য যে, গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সনাতনী সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার পর আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম কনভেনশন হলের গলিতে খুন হন অ্যাডভোকেট সাইফুল। এ ঘটনায় আলিফের ভাই খানে আলম কোতয়ালী থানায় বিস্ফোরক আইনে মামলা করেন। ওই মামলায় ১১৬ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে ৬৬ জন আইনজীবীর নামও রয়েছে।