বিভিন্ন স্থানে নিত্য পণ্যের বাজার তদারকিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

কোতোয়ালী থানাধীন ইসলাম কলোনী, আসাদগঞ্জ নামক স্থানে নিরাপদ খাদ্য আইন কর্তৃপক্ষের সদস্যদের গোপন সংবাদের ভিত্তিতে রুপন এন্ড বিউটি সুইটস নামক বেকারীতে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসি ( ল্যান্ড), সদর সার্কেল, ইমরান-মাহমুদ-ডালিম কোর্ট পরিচালনাকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্যদের নিরীক্ষায় খাদ্য পণ্যে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজের ব্যবহার, ফুড গ্রেড কালার ব্যবহারের বদলে বিভিন্ন ধরণের রাসায়নিক রং ব্যবহৃত হচ্ছে মর্মে প্রমাণ পাওয়া যায়।
এছাড়াও বেকারিটিতে পুরনো পোড়াতেলের ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন করা হচ্ছিলো। এমতাবস্থায়, উক্ত প্রতিষ্ঠানের মালিককে ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অবৈধ উপায়ে উৎপাদিত বেকারি আইটেমসমূহ জব্দ করা হয় এবং জনসম্মুখে ধ্বংস করা হয়।
এছাড়াও, চট্টগ্রাম রাহাত্তারপুল বাজারে আজকে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাইয়ান ফেরদৌস ও সুব্রত হালদার। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা, লাইসেন্স না রাখা সহ নানা অসংগতি থাকায় কৃষি বিপণন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মোট ০৪ টি মামলায় ০৪ জনকে ১৩,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে, চট্টগ্রামের খুলশীস্থ ঝাউতলা বাজারে আজ মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজানা নাজনীন সেতু ও ফারজানা রহমান মীম।
এসময় পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে না থাকার অভিযোগে কৃষি বিপণন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মোট ০২ টি মামলায় ০২ জনকে মোট ৩,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির দোকানসমূহে বিশেষ নজরদারি জোরদার করা হয় এবং মজুদদারি রোধে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়। বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পুরো রমজান মাসব্যাপী চলমান থাকবে।
0Shares

নিউজ খুজুন